আমফানের তাণ্ডবে চোখে জল আনা ছবি

সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চল। গৃহহীন হয়েছেন লক্ষাধিক মানুষ। সুন্দরবন উপকূলবর্তী অঞ্চল ক্যানিং-গোসাব-বাসন্তী-ঝরখালি কিংবা সাগর-কাকদ্বীপ-নামখানা-পাথরপ্রতিমা-বকখালী ফ্রেজারগঞ্জ-এর কথা নয় বাদই দেওয়া গেলো।

তারপরও বারুইপুর থানার অন্তর্গত গোবিন্দপুর-ধপধপি-উত্তরভাগ খালপাড় বা দক্ষিণ বিষ্ণুপুর থানার অধীনস্থ আমতলা আমফানের ধুলিসাৎ হয়ে গিয়েছে একের পর এক বাড়ি। পথে বসেছে মানুষ।

একনজরে দেখুন চোখে জল আনা সেই ছবি—

এলাকায় আমরা কিছু বন্ধু মিলে লকডাউন পিরিয়ডে নিজেদের থেকে যতটা সম্ভব খাদ্যদ্রব্য দিয়ে সাহায্য করেছিলাম। বর্তমানে আমফানের তাণ্ডবে উত্তরভাগ এলাকার মানুষগুলোর অবস্থা চোখে দেখার মত নেই। তাই সকলের কাছে বিনিত আবেদন যে যেমন ভাবে পারেন, ওদের সাহায্যের হাত বাড়িয়ে দিন।

Previous article১১ ডিজিটের মোবাইল নম্বরের প্রস্তাব দিল ট্রাই
Next articleসোনু সুদের পর বিগ বি, বাড়ি ফেরালেন পরিযায়ী শ্রমিকদের