ঘরে ফিরতে উৎসুক, অন্তর্দেশীয় বিমানে ৪ দিনেই লক্ষাধিক মানুষের সফর!

করোনা মোকাবিলায় সামাজিক দূরুত্ব বিধি রক্ষায় চলছে দীর্ঘ লকডাউন। দেশের বিভিন্ন প্রান্তে হোক কিংবা বিদেশে, প্রচুর মানুষ আটকে রয়েছেন। এই সঙ্কটকালে প্রত্যেকেই নিজেদের ঘরে ফিরতে উৎসুক। তথ্য বলছে, শুধুমাত্র বৃহস্পতিবারই ৪৯৪টি অন্তর্দেশীয় বিমানে ৩৮ হাজার ৭৮ জন যাত্রী সফর করলেন। এই তথ্য জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী।

দীর্ঘ দু’মাসের বেশি সময় বন্ধ থাকার পর গত সোমবার থেকে দেশজুড়ে অন্তর্দেশীয় উড়ান পরিষেবা চালু হয়েছে। যদিও, আন্তর্জাতিক বিমান এখনও বন্ধ। কিন্তু, অন্তর্দেশীয় বিমানেই বিপুল সংখ্যক যাত্রী পেয়েছে উড়ান সংস্থাগুলি। সোমবার থেকে বৃহস্পতিবার, এই ৪দিনে ১ হাজার ৮২৭ অন্তর্দেশীয় বিমানে ১ লক্ষ ৬৫ হাজার ৬০৫ জন যাত্রী সফর করেছেন।

Previous articleরেকর্ড: দার্জিলিং জেলায় একদিনে ৭জন করোনা আক্রান্ত
Next articleফের মোদি-অমিত বৈঠক