নতুন করে আক্রান্ত ৩২, তারপরেও স্বাভাবিক ছন্দে কোচবিহার

কোচবিহার জেলায় ৩২ জনের শরীরে মিলল করোনা সংক্রমণ। আক্রান্তরা প্রত্যেকেই কোচবিহারের বাসিন্দা। শনিবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়। জেলাশাসক পবন কাদিয়ান বলেন, ৩২ জনের পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে দিনহাটার শ্রমিক সংখ্যা সব থেকে বেশি। আক্রান্তদের সবাই এসিম্পটোমেটিক ছিল। তাঁদের সকলকে শনিবার ভোরের আগেই শিলিগুড়ি হিমাচল বিহার করোনা হাসপাতালে পাঠনো হয়েছে।

শনিবার সকালে কিন্তু সেই খবরের ছিটেফোটা প্রভাবও দেখা গেল না শহর জুড়ে। টোটো, অটো, সাইকেল, বাইক, এমনকী রিকসাও চলছে শহরে। সবকিছুই খোলা রয়েছে আগের মতো।
স্থানীয়দের অভিযোগ, আক্রান্ত এই ৩২ জনের বেশ কয়েকজন বিগত কয়েক দিন থেকেই নিজের নিজের এলাকায় ঘুরে বেরিয়েছে। তাঁদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছিল প্রশাসন। দিনহাটা ২  নম্বর ব্লকের শালমারা গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্য মশালডাঙ্গা গ্রামের বাসিন্দা জয়নাল আবেদিন অভিযোগ করেন, তাঁর এলাকায় বেশ কয়েকজনের নাম সংক্রমণের তালিকাভুক্ত রয়েছে। বিষয়টি নিয়ে চিন্তিত প্রশাসনও।

Previous articleত্রাণ নিয়ে সুন্দরবনে স্কটিশের প্রাক্তনীরা
Next articleজেএমবি জঙ্গি আব্দুল করিমের গ্রেফতার হওয়ার ঘটনায় হতবাক পরিবার থেকে প্রতিবেশীরা