লকডাউন তৃতীয়বার মোদির “মন কী বাত”, কী বললেন প্রধানমন্ত্রী?

১. অন্য দেশের তুলনায় ভারতের মৃত্যুর হার কম

২. তবে এখন আরও বেশি সাবধান হওয়া দরকার আমাদের

৩. আগের থেকে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে

৪. পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গে নতুন উদ্ভাবন তৈরি হয়

৫. করোনার সঙ্গে লড়াইয়ের এই রাস্তা অনেক লম্বা

৬. ধীরে ধীরে ছন্দে ফিরছে দেশ

৭. করোনার বিরুদ্ধে লড়াই জারি রয়েছে

৮. দেশে এখন চলছে শ্রমিক স্পেশাল ট্রেন

৯. প্রত্যেক জেলায় কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে

১০. শ্রমিকদের নিরাপত্তার সঙ্গে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হচ্ছে

১১. ‘সেবাই পরম ধর্ম’-সেটাই এখন মেনে চলতে হবে

১২. সেবায় অসংখ্য মানুষ যুক্ত রয়েছেন

১৩. নিরলস কাজ করছেন দেশের মানুষ

১৪. করোনা যোদ্ধাদের কুর্নিশ

১৫. করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দরিদ্ররা, আমাদের তাঁদের পাশে দাঁড়াতে হবে

১৬. ফ্রন্টলাইন থেকে লড়ছেন রেলকর্মীরা

১৭. অনেক লোক নিজেদের এলাকায় বিভিন্ন জিনিস বানাচ্ছেন, আমাদের তাঁদের সহযোগিতা করতে হবে

১৮. “ভোকাল ফর লোকাল” হতে হবে

১৯. আত্মনির্ভর ভারত তৈরি করতে হবে

২০. করোনা পরিস্থিতিতে আয়ুর্বেদের প্রচার বেড়েছে

২১. অনেক লোক যাঁরা আগে যোগব্যায়াম করতেন না, লকডাউন পরিস্থিতিতে তাঁরাও যোগে মন দিয়েছেন

২২. প্রাণায়ামের বিভিন্ন ভাগ আছে, যেগুলি আমাদের অত্যন্ত সাহায্য করে

২৩. আয়ুশমন্ত্রকের তরফ থেকে এ বিষয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে

২৪. যাঁরা আগে যোগ ব্যায়াম করতেন না, এই সময় ব্যায়াম করার ফলে তাঁদের কী শারীরিক উন্নতি হয়েছে তা ভিডিও করে আয়ুশমন্ত্রককে পাঠাতে হবে

২৫. অন্যান্য দেশের নেতারাও ভারতের যোগ সম্পর্কে জানতে চান।যোগ, আয়ুর্বেদ সম্পর্কে লোকের কৌতুহল অনেক বেড়েছে

২৬. ‘আয়ুষ্মান ভারত’- প্রকল্পের সাহায্যে গরিব মানুষ সুচিকিৎসা পাচ্ছেন

২৭. এককোটির বেশি মানুষ ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সাহায্যে কঠিন অসুখ থেকে মুক্তি পেয়েছেন

২৮. একদিকে আমরা করোনার বিরুদ্ধে লড়ছি, আর একদিকে বাংলা, ওড়িশায় প্রাকৃতিক বিপর্যয় হয়েছে

২৯. যেভাবে দুই রাজ্যের মানুষ আমফানের মোকাবিলা করেছে, তা প্রশংসনীয়

৩০. প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি, দেশের বেশ কিছু অংশে পঙ্গপালের হানায় মানুষের ক্ষতি হয়েছে

৩১. লকডাউনের জেরে পরিবেশ দূষণ কমেছে, দূরের পাহাড় দৃশ্যমান হয়েছে, আকাশ স্বচ্ছ হয়েছে, নদীর জল পরিষ্কার হয়েছে

৩২. সামনেই বর্ষা আসছে, এই বর্ষায় আমাদের লক্ষ্য হওয়া উচিত জল সংরক্ষণ

৩৩. সামনে পরিবেশ দিবস, এদিন সবাই গাছ লাগান

৩৪. আমাদের সতর্ক থাকতে হবে, মাস্ক ব্যবহার, হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা- এগুলি মেনে চলতে হবে

৩৫. দেশবাসীর সুস্বাস্থ্য কামনা করছি

 

 

 

 

Previous articleমর্গে জায়গা নেই, দেহ রাখতে কন্টেনার বসালো হাসপাতাল
Next articleফের দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকদের গাড়ি, আহত ৬