মর্গে জায়গা নেই, দেহ রাখতে কন্টেনার বসালো হাসপাতাল

মৃত্যুর পরেও শান্তি নেই৷

করোনায় মৃত্যুমিছিল দীর্ঘায়িত হয়েই চলেছে৷
দেহের ভারে উপচে পড়েছে মর্গ। ন্যূনতম জায়গাও নেই৷ অথচ মৃতদেহ বাড়ছে৷ অতিরিক্ত দেহ সংরক্ষণের জন্য তাই হাসপাতালের বাইরে রেফ্রিজারেটেড কন্টেনারের বন্দোবস্ত করতে হলো হাসপাতাল কর্তৃপক্ষকে৷

এমনই ঘটেছে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে। শনিবার পর্যন্ত রাজধানীতে যে ৩৯৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে, তার ১৬২ জনই এই হাসপাতালের। এ দিকে মর্গের পরিকাঠামোয় ৪০-৫০টি দেহ সংরক্ষণ করা যেতে পারে। তাই এই বিকল্প ব্যবস্থা ৷ এদিকে প্রশ্ন উঠেছে, প্রকাশ্যে এভাবে মরদেহ সংরক্ষণের কন্টেনার রাখা যায় কি’না, তাই নিয়ে!

Previous articleহোয়াইট হাউস অবরোধ করতে এলে কুকুর লেলিয়ে দেবো, বলেন কী ট্রাম্প!
Next articleলকডাউন তৃতীয়বার মোদির “মন কী বাত”, কী বললেন প্রধানমন্ত্রী?