কিশোর বয়সে যৌন সম্পর্ক দেশদ্রোহিতার সমান! নজর রাখতে নয়া অ্যাপ উত্তর কোরিয়ায়

বিতর্ক উস্কে ফের শিরোনামে উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। অজ্ঞাতবাস কাটিয়ে আসার পর একের পর এক বিতর্কিত বিষয়ে জড়িয়ে পড়ছেন তিনি। এবার তাঁর নতুন নির্দেশ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তাঁর বক্তব্য, কিশোর অবস্থায় যৌন সম্পর্ক দেশদ্রোহীতার সমান অপরাধ। স্কুল পড়ুয়াদের উপর নজর রাখতে ‘রেড ফ্ল্যাগ’ নামে অ্যাপ এনেছে সেদেশের সরকার।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে উত্তর কোরিয়ায় যৌন সম্পর্ক আইনত নিষিদ্ধ। কিন্তু দেশের আইনকে উপেক্ষা করছে বেশ কিছু পড়ুয়া। এই খবর কানে আসতেই কড়া বার্তা দিলেন কিম। তাঁর বক্তব্য, পশ্চিমী সাম্রাজ্যবাদের জন্য এই অবস্থা।
আইনকে আরও কঠোর কড়া হচ্ছে তা স্পষ্ট করেছেন কিম।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, রীতিমতো জোর করেই পড়ুয়াদের ফোন বা ল্যাপটপে ‘রেড ফ্ল্যাগ’ অ্যাপ ইনস্টল করার নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়ার স্কুলগুলি। পর্ন জাতীয় কোনও সাইটে গেলেই, সেই ইউজারের তথ্য নথিভুক্ত হয়ে যাবে সরকারি সাইটে। স্ক্রিনশটও উঠে আসবে এই অ্যাপের মাধ্যমে। সংশ্লিষ্ট পড়ুয়া ও অভিভাবকদের বিরুদ্ধেও প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কিম জং উন।

Previous articleউন্মুক্ত অর্থনীতিতে আরও সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
Next articleলকডাউন আবহেই সোমবার থেকে বাড়ি বাড়ি যাবে বিজেপি, কর্মসূচি ঘিরে অসন্তোষ