লকডাউন আবহেই সোমবার থেকে বাড়ি বাড়ি যাবে বিজেপি, কর্মসূচি ঘিরে অসন্তোষ

করোনা আবহ এবং লকডাউনের মধ্যেই পথে নেমে রাজনৈতিক কর্মসূচি শুরু করতে চলেছে বঙ্গ-বিজেপি৷ মোদি সরকারের এক বছর পূর্তির দিনেই রাজ্য বিজেপি এই সিদ্ধান্ত নিয়েছে৷ ঠিক হয়েছে, রাজ্যের প্রতিটি বাড়িতে দলের দু’জন করে কর্মী যাবেন৷ গত এক বছরে কেন্দ্রীয় সরকার কী কী কাজ করেছে, তা জানাবেন সাধারণ মানুষকে৷

এদিকে বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব লঙ্ঘন করে এ ধরনের কর্মসূচি কেন, তা নিয়েই বিজেপির অন্দরেই প্রশ্ন উঠছে৷ এই অংশের বক্তব্য, “বাড়ি বাড়ি যাওয়া”র এই কর্মসূচিতে শারীরিক বা সামাজিক দূরত্ব রক্ষা করা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মানা সম্ভব হবে না৷ তাহলে কেন এই কর্মসূচি?

বিজেপির তরফে অবশ্য এর উত্তরে বলা হয়েছে, করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই ঠিক হয়েছে, প্রতি বাড়িতে মাত্র দু’জন কর্মী যাবেন৷ যাঁরা যাবেন, তাঁদের প্রত্যেকের মাস্ক ও গ্লাভ্‌স ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে৷
রাজ্য বিজেপি জানিয়েছে, কাল, সোমবার, ১ জুন থেকেই রাজ্যজুড়ে এই কর্মসূচি শুরু হবে।

রাজ্য লকডাউন বিধি মানা হচ্ছে না বলে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রথম থেকেই অভিযোগ তুলে চলেছেন বিজেপি নেতারা। মুখ্যমন্ত্রী কেন এলাকায় বা বাজার পরিদর্শনে যাচ্ছেন বিধি ভেঙ্গে, তা নিয়েও তোপ দেগেছে রাজ্য বিজেপি৷ এখন সেই বঙ্গ- বিজেপি-ই কেন্দ্রীয় সরকারের সাফল্য বোঝাতে মানুষের বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা আসলে দ্বিচারিতা, এমন মন্তব্যই করছে বিজেপি-বিরোধী শিবির৷

Previous articleকিশোর বয়সে যৌন সম্পর্ক দেশদ্রোহিতার সমান! নজর রাখতে নয়া অ্যাপ উত্তর কোরিয়ায়
Next articleমনুয়া কাণ্ডের ছায়া কাটোয়ায়, খুন করে স্বামীর মৃতদেহের পাশেই প্রেমিকের সঙ্গে সহবাস