করোনা আবহে আটলান্টিকে তৈরি হচ্ছে ঝড়

করোনা নিয়ে আতঙ্কিত সারা বিশ্ব। এরই মধ্যে প্রায় ১৩ থেকে ১৯ টি নয়া ঝড় তৈরি হচ্ছে আটলান্টিক সংলগ্ন অঞ্চলে। এমন আশঙ্কার কথা জানিয়েছে, ন্যাশানাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার এডমিনিস্ট্রেশন।

জানা গিয়েছে, ঝড়গুলির মধ্যে রয়েছে বেশ কয়েকটি ঘূর্ণিঝড়ও। ঝড়ের গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ৩৯ মাইল। পরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ওই সংস্থার এক আধিকারিক জানান, আবহাওয়ার আরও বেশ কিছু পরিবর্তন হবে। শুধুমাত্র আটলান্টিক নয়, ক্যারিবিয়ান সমুদ্র সংলগ্ন এলাকাতেও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই আধিকারিক জানান, গ্যারি বেল আবহাওয়ার পরিবর্তনের ফলে ঝড়গুলি ক্রমশ সক্রিয় হয়ে উঠছে। ঘূর্ণিঝড় সহ বাকি প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে প্রস্তুত থাকতে বলেন তিনি।

Previous articleজুনের বদলে সেপ্টেম্বরে হতে পারে জি৭ সামিট, ইঙ্গিত ট্রাম্পের
Next articleদুই শিক্ষকের উদ্যোগে ‘বাহা’ থেকে ‘বলিউডে’ চাঁদমনি