সেলুন না ল্যাব? গ্রাহকদের সন্তুষ্ট করতে এঁরা কারা?

করোনার আতঙ্কে এবার পিপিই কিট পড়ে কাজ করছেন সেলুনের কর্মীরা। শিলিগুড়ির বেশ কিছু সেলুনে এখন এই চিত্র। শহরে করোনার প্রভাব বাড়ছে। এদিকে খুলেছে পার্লার ও সেলুন। তাই ঝুঁকি না নিয়ে পিপিই পরে কাজ করছেন তাঁরা। এতে গ্রাহকরাও বেশ সন্তুষ্ট।

অর্জুন দাস নামে এক কর্মী জানান, “আমাদের এখানে নানারকম গ্রাহক আসেন। তাঁদের মধ্যে কারও করোনা থাকতেই পারে। তাই নিজেদের ও গ্রাহকদের নিরাপত্তার কথা ভেবেই আমরা পিপিই কিট পরে কাজ করছি”।
শুধু তাই নয়, কাঁচি থেকে শুরু করে ক্ষুর সবকিছুই স্যানিটাইজ করা হচ্ছে। এমনকী তিনজনের জায়গায় দুজন করে বসানো হচ্ছে। অনেক গ্রাহক জানান, এঁরা শহরের মানুষের কাছে উদাহরণ হয়ে গেল। অনেকেই এঁদের দেখে অনুপ্রাণিত হবে।

Previous articleতীব্র ভূকম্পে ধূলিসাৎ হবে রাজধানীর বহু বহুতল! কী বললেন বিশেষজ্ঞরা?
Next articleবঙ্গ বিজেপি ছেঁটেই দিলো নেতাজি পরিবারের চন্দ্র কুমার বসুকে