আছড়ে পড়ল নিসর্গ, ডুবে গেল আস্ত জাহাজ!

প্রবল শক্তি নিয়ে মহারাষ্ট্র উপকূলে ইতিমধ্যেই আছড়ে পড়েছে সাইক্লোন নিসর্গ। প্রায় ১২০ কিলোমিটার বেগে বিধ্বংসী ঝড় আছড়ে পড়ে আরব সাগরে। এর পরই ঘটল সেই ঘটনা। যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল । ঠিক কী ঘটল? সাইক্লোন আছরি পড়তেই আরব সাগরে ডুবে গেল আস্ত জাহাজ! মুম্বই-সহ গোটা মহারাষ্ট্রজুড়ে প্রবল তাণ্ডবলীলা শুরু করেছে ভয়াল ঘূর্ণিঝড়।
আগামী কয়েক ঘণ্টা ধরে চলবে এই তাণ্ডব, এমনই জানিয়েছে মৌসম ভবন। মহারাষ্ট্রের রায়গড় জেলায় প্রথম ঢোকে এই ঝড়। দুপুর ১২.৩০টার পরে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। আলিবাগ থেকে ৪০ কিলোমিটার এবং মুম্বই থেকে ৯৫ কিলোমিটার দূরে রায়গড়ে আছড়ে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়ে নিসর্গ।

তবে এখনও পর্যন্ত মুম্বইয়ে ঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়েনি। বাণিজ্যনগরীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু চলছে প্রবল বৃষ্টি । কয়েকদিন আগে আমফানে বাংলায় যে অভিজ্ঞতা হয়েছিল, তেমন দৃশ্যই এবার দেখা যাচ্ছে মহারাষ্ট্রে। প্রশাসনের তরফে অ্যালার্ট জারি করা হয়েছে।

Previous articleলকডাউনে বাতিল বিয়ের ভোজ, পরিবর্তে সাহায্য নবদম্পতির
Next articleসবুজ ফেরাতে ৫ জুন বৃক্ষরোপণ, জানালেন মুখ্যমন্ত্রী