সবুজ ফেরাতে ৫ জুন বৃক্ষরোপণ, জানালেন মুখ্যমন্ত্রী

আমফানের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গিয়েছে শহর থেকে গ্রামের সবুজ। ধ্বংস হয়েছে লক্ষ লক্ষ গাছ। এই পরিস্থিতিতে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউন বিধি মেনে অল্প সংখ্যক লোক নিয়ে মহানগরে গাছ লাগাবেন তিনি। এছাড়াও সুন্দরবনে ৫ কোটি ম্যানগ্রোভ লাগানোর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। কারণ, ঘূর্ণিঝড়ের দাপটে তছনছ হয়ে গিয়েছে সুন্দরী গাছের অরণ্য।

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমফানের পরে দ্রুত বাঁধ মেরামতের কাজ চলছে। ৬ তারিখ জোয়ার আসছে, সেদিন প্লাবনের আশঙ্কা রয়েছে। সেই মতো বাঁধ সারানোর সাধ্য মতো চেষ্টা করা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর, মথুরাপুর, ক্যানিং, হাওড়া, বাদুড়িয়া, সন্দেশখালিতে কাজ চলছে। তিনি বলেন, ঝড়ের পরে বিদ্যুৎ দফতর ভালো কাজ করেছে।
পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, আমফানের দাপটে অনেকের নৌকো ভেঙে গিয়েছে। সেক্ষেত্রে ছোট নৌকোর জন্য মালিককে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

Previous articleআছড়ে পড়ল নিসর্গ, ডুবে গেল আস্ত জাহাজ!
Next articleসরকারি কর্মীদের হাজিরায় কী সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী?