ফিরে দেখা… স্মৃতিতে বাসু চট্টোপাধ্যায়

বাঙালি পরিচালকদের বলিউড জয়ের ইতিহাসে অন্যতম এক নাম ছিলেন তিনি। ছবি তৈরিতে তাঁর ভাবনা ছিল অসাধারণ। তাঁর হাত ধরে সিনে জগত প্রবেশ করেছিল অন্য দুনিয়ায় । আজ চিরতরে ‘প্যাক আপ’ হল সবকিছুর।

১৯২৭ সালের ১০ জানুয়ারি রাজস্থানের আজমের শহরে জন্মগ্রহণ করেন বাসু চট্টোপাধ্যায়।  মুম্বই থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক ট্যাবলয়েডে অঙ্কনশিল্পী এবং কার্টুনিস্ট হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। চলচ্চিত্র পরিচালনা শুরুর আগে তিনি হৃষিকেশ মুখার্জী ও বাসু ভট্টাচার্যর সহকারী হিসেবে ছবির জগতে কাজ করেন। তাঁর প্রথম পরিচালিত চলচ্চিত্র সারা আকাশ (১৯৬৯)। এই ছবিটির জন্য ফিল্ম ফেয়ার পুরস্কার পান তিনি।
মুম্বই শহরের মধ্যবিত্ত পরিবারের গল্প উঠে আসত তাঁর ছবিতে। যে ছবিগুলো বাংলা-সহ সর্বভারতীয় স্তরে সমাদৃত হয় এবং তাঁর ছবির গান আজও সব আইকনিক। সলিল চৌধুরী থেকে রাজেশ রোশনরা তাঁর ছবিতে সুরারোপ করেছেন। সাহিত্য থেকে মৌলিক গল্প– সব ধরনের বাঙালি ঘরানার ছবি বানিয়েছেন তিনি। চলচিত্র প্রেমিদের হৃদয়ে তিনি অমর হয়ে থাকবেন।

Previous articleসিএমওএইচ-এর বদলি ঘিরে উত্তাল কোচবিহার
Next articleএকসঙ্গে পাঁচ গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে!