ঘনিষ্ঠ দৃশ্য ছাড়াই শুরু হচ্ছে টেলি সিরিয়ালের শুটিং

বৃহস্পতিবার সংগঠনের সভাপতি মন্ত্রী অরূপ বিশ্বাসের সভাপতিত্বে টালিগঞ্জের শিল্পীদের বৈঠকে যে যে সিদ্ধান্ত হলো….

১. ১০জুন শুরু সিরিয়ালের শুটিং। টেলিকাস্ট ১৫জুন।

২. ঘনিষ্ঠ দৃশ্য বাদ দিয়েই আপাতত শুটিং এবং চিত্রনাট্য সেভাবেই তৈরি করতে হবে।

৩. অভিনেতাদের মেক আপ কিট নিয়ে আসতে হবে শিল্পীদেরই। মেক আপ পারলে নিজেরাই করবেন।

৪. কস্টিউম নিজেকে বাড়িতে নিয়ে যেতে হবে। কেচে নিয়ে আসতে হবে শিল্পীদেরই।

৫. শুটিং ফ্লোরে কোভিডে আক্রান্ত হলে দায়িত্ব সরকারের।

৬. শিল্পীদের জন্য বিমা ২৫ লক্ষ টাকার। বিমার ৫০% দেবে সংশ্লিষ্ট চ্যানেল, ৪০% দেবে প্রযোজক, এবং ১০% দেবেন শিল্পীরা।

৭. জুনে ফিল্মের শুটিং শুরু করতে বৈঠক।

৮. ৬৫ বছরের উপরে বয়সীদের শুটিংয়ের অনুমতি

৯. ১০ বছরের নীচে শিল্পীরা শুটিংয়ে নয়

১০. শুটিং ফ্লোরে ৩৫ জনের বেশি নয়

১১. কলাকুশলী ও টেকনিশিয়ানদের নিয়েই ৩৫ জন

১২. করোনা চিকিৎসায় এই তহবিলের ব্যবহার নয়।

১৩. একমাত্র করোনায় মৃত্যু হলেই ক্ষতিপূরণ

Previous articleসপরিবারে হোম কোয়ারেন্টাইনে গেলেন তৃণমূল সাংসদ
Next articleআমফান পরিস্থিতি নিয়ে মোদিকে চিঠি ফ্রান্সের রাষ্ট্রপতির