বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশ দিবস পালনে মুখ্যমন্ত্রী

সুপার সাইক্লোন আমফানের জেরে কলকাতা সহ বেশ কিছু জেলায় ভেঙে গিয়েছে বহু গাছ। ফের শহরের সবুজায়ন ফেরাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে দক্ষিণ কলকাতার হরিশ পার্কে একটি ১০ বছরের পুরনো ১৮ ফুটের নিমগাছ পুনঃরোপণ করবেন মুখ্যমন্ত্রী। এই পার্কের ভিতর ও বাইরে মিলিয়ে মোট ১০টি গাছ লাগানোর জায়গা করা হয়েছে। শুধু নিম গাছ নয় সেখানে বসানো হবে বকুল ও অশ্বত্থ গাছও।

বুধবার পার্ক পরিদর্শনে যান পুরসভার উদ্যান বিভাগের আধিকারিকরা। আমফানের তাণ্ডবে সেখানে একটি মেহগনি গাছ পড়ে রেলিংয়ের একাংশ ভেঙে গিয়েছে। সেই মেহগনি গাছের জায়গাতেই নিমগাছটি বসাবেন মুখ্যমন্ত্রী। এতদিন ওই নিম গাছটি বনদফতরের নার্সারিতে ছিল।

অন্যদিকে, আজ থেকেই কলকাতায় প্রায় ৫০ হাজার বৃক্ষরোপণের সূচনা হবে। তার মধ্যে প্রায় ১৭ হাজার গাছ পুনঃরোপণ করা হবে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সহ অনেকে। সারা রাজ্যজুড়েই চলবে বৃক্ষরোপণ। পালন করা হবে পরিবেশ দিবস।

Previous articleকনটেইন্টমেন্ট জোনে কোনও হোটেল, রেস্তোঁরা খুলে রাখা যাবে না, নয়া নির্দেশিকা কেন্দ্রের
Next articleমন্দিরে করোনা-বিধি কেন্দ্রের: বন্ধ প্রসাদ, চরণামৃত বিলি, হবে না প্রার্থনাসঙ্গীতও