বিজেপি ছেড়ে কংগ্রেস হয়ে নভজ্যোৎ সিধু এবার আপ-এ ? জল্পনা তুঙ্গে

বিজেপি ছেড়ে কংগ্রেস৷ এবার কংগ্রেস ছেড়ে আম আদমি পার্টি৷

রাজধানীর রাজনৈতিক মহলে তীব্র জল্পনা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধুকে নিয়ে৷
পাঞ্জাবের শাসকদল কংগ্রেস ছেড়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে যোগ দিতে পারেন সিধু৷ আম আদমি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের এক মন্তব্য এই জল্পনাকে তীব্র করেছে। এক প্রশ্নের উত্তরে কেজরি বলেছেন,
“আমাদের দলে ওনাকে স্বাগত জানাচ্ছি। করোনার এই সঙ্কটের মধ্যে রাজনীতি নিয়ে এর থেকে বেশি খুলে কিছু বলা যাবে না”।

প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু বিজেপির রাজ্যসভার সাংসদ ছিলেন। ২০১৭ সালে তিনি বিজেপি ত্যাগ করেন। এরপরেই জল্পনা শুরু হয়, তিনি পাঞ্জাবে আমআদমি পার্টির মুখ্যমন্ত্রীর মুখ হতে চলেছেন৷ আপের পাঞ্জাব নেতৃত্ব সিধুর প্রশ্নে আপত্তি জানায়৷ তারপর পাঞ্জাব কংগ্রেসের সেই সময়ের পরামর্শদাতা প্রশান্ত কিশোরের মধ্যস্থতায় তিনি কংগ্রেসে যোগ দেন। ক্যাপ্টেন অমরিন্দর সিং সিধুকে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদও দেন।
এর পর একাধিক বিতর্কে জড়িয়ে অমরিন্দরের সঙ্গেও বাড়তে থাকে সিধুর দূরত্ব। শেষে তিনি পাঞ্জাব সরকার থেকে পদত্যাগ করেন।

পাঞ্জাবে সামনেই ভোট৷ সিধুর সঙ্গে কংগ্রেসের সম্পর্কও তলানিতে। ওদিকে পাঞ্জাবে আপেরও যোগ্য মুখ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় জল্পনা, ফের সেই প্রশান্ত কিশোরের পরামর্শেই তিনি যোগ দিতে চলেছেন আপে।

Previous articleপাকিস্তানের হিন্দুবিরোধী ভিডিওকে তেলেনিপাড়ার ভিডিও বলে চালিয়েছে বিজেপি, জোরালো দাবি ফিরহাদের
Next articleবিধায়কদের ভোট প্রস্তুতির বার্তা, দুষ্টুমি করলে কড়া শাস্তির হুঁশিয়ারি নেত্রীর