আগুন নিয়ে খেললে ফল ভুগতে হবে, ভারতকে হুঁশিয়ারি চিনের

একদিকে সীমান্ত নিয়ে উত্তেজনা, অন্যদিকে জি -৭ গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তির সম্ভাবনা। এই দুই নিয়ে বিচলিত চিন।

ভারতকে জি-৭ গোষ্ঠী অন্তর্ভুক্ত করতে সওয়াল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা নিয়ে ক্ষুব্ধ বেজিং।
কার্যত হুঁশিয়ারির সুরেই বেজিং জানিয়েছে, ভারত আগুন নিয়ে খেলছে, যার ফল তাদের ভুগতে হবে৷

চিনের সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভারত সহ আরও কয়েকটি দেশকে জি-৭-এ অন্তর্ভুক্ত করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ভারতের ক্ষতি হবে। চিনকে চাপে ফেলতেই ট্রাম্পের এই কৌশল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সীমান্ত বিবাদ নিয়ে নিজেদের আরও শক্তিশালী প্রমাণ করতে আমেরিকার মতো দেশের সাহায্য নিচ্ছে ভারত। ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে ভারতের বেশ কিছু সংগঠন চিনের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। কিন্তু সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। এশিয়ায় চিনের প্রভাব বাড়ছে বলে বিশ্বজুড়ে গুজব ছড়াচ্ছে একাংশ। উদ্দেশ্যপ্রণোদিতভাবে চিনের প্রভাব কমাতে এই কাজ করা হচ্ছে।

Previous articleআগামী সপ্তাহে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
Next articleফের স্বজনহারা বলিউড!দুর্ঘটনায় প্রাণ হারলেন কাস্টিং ডিরেক্টর কৃশ কাপুর