আগামী সপ্তাহে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সোমবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। মধ্য বঙ্গোপসাগরের পূর্ব ভাগে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যার জেরে ওড়িশায় বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রভাব পড়বে ওড়িশা সংলগ্ন জেলা ও উপকূলের জেলাগুলিতে। একইসঙ্গে এ রাজ্যে বৃষ্টি বাড়তে পারে আগামী সপ্তাহে।

আজ, শনিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনভর আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯. ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬০ থেকে ৮৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোন ও বৃষ্টি হয়নি ।

আগামী দু’দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ঝড়-বৃষ্টির পরিমাণ রাজ্যজুড়ে বাড়তে পারে আগামী সপ্তাহে।

Previous articleউদ্বেগ বাড়িয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬,৬৪২
Next articleআগুন নিয়ে খেললে ফল ভুগতে হবে, ভারতকে হুঁশিয়ারি চিনের