সর্বকালের রেকর্ড দেশে, গড়ে বাড়ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ

করোনা সংক্রমণের জেরে তলানিতে গিয়ে ঠেকেছে দেশের অর্থনীতি। দেশে চালু হয়েছে আনলক ফেজ ওয়ান। এরই মধ্যে সুখবর শোনাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। করোনা পরিস্থিতিতে দেশের বৈদেশিক মুদ্রা ভান্ডারে জমা পড়েছে ৩.৪৩ বিলিয়ন ডলার।

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, বর্তমানে ফরেন এক্সচেঞ্জ রিসার্ভ গিয়ে দাঁড়িয়েছে ৪৯৩.৪৮ বিলিয়ন ডলারে। এর আগে ৩১ মার্চ পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩.০০৫ বিলিয়ন ডলার বেড়ে ৪৯০.০৪৪ বিলিয়ন ডলার হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের এই খবর অনেক স্বস্তি দিয়েছে। আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস অবশ্য বলেন, ২০২০-২১ অর্থবর্ষে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নেতিবাচক থাকবে। তবে দ্বিতীয়ার্ধে বাড়বে এই হার বাড়বে বলে আশাবাদী তিনি।

Previous articleসাবধান! ফের ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ধেয়ে আসছে ভারতের দিকে
Next articleপরিযায়ীদের নিয়ে বিস্ফোরক শতাব্দী : চাইলেই তো জামাই আদর সম্ভব নয়!