এটিএমে পাসওয়ার্ড ছাড়াই তোলা যাবে টাকা!

এবার অটোমেটেড টেলার মেশিন বা এটিএম থেকে পাসওয়ার্ড ছাড়াই তোলা যাবে টাকা।

গ্রাহকরা এবার এটিএমে কিউআর স্ক্যানের মাধ্যমে তুলতে পারবেন টাকা। এই পদ্ধতির কথা মাথায় রেখেই নতুন মেশিন তৈরি করে ফেলেছে বেশ কিছু প্রথমসারির ব্যাঙ্ক। সূত্রের খবর, বর্তমানে এটিএম কার্ডের চিপেই গ্রাহকদের সমস্ত ডেটা থাকে। এটিএম-এ পিন নম্বর দেওয়ার সময়ও সেই ডেটা চেক করা হয় এবং তারপরই গ্রাহকদের টাকা তোলার অনুমতি মেলে। এবার কনট্যাক্টলেস এটিএম মেশিনে পাসওয়ার্ড দেওয়ার আর কোনও দরকার পড়বে না গ্রাহকদের। মোবাইল ফোনের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে টাকার পরিমাণ বসিয়ে দিলেন ক্যাশ বেরিয়ে আসবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই কিউআর কোড স্ক্যান করে টাকা তোলা অনেকটাই সহজ ও সুরক্ষিত। এর পাশাপাশি কার্ড ক্লোনিংয়ের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। মাত্র ২৫ সেকেন্ডে এটিএম থেকে নিজের প্রয়োজনীয় টাকা পেয়ে যাবেন গ্রাহকেরা।

Previous articleকরোনা কেড়ে নিল মোহনবাগানের প্রাক্তন ফুটবলারকে
Next articleপ্রতারণার অভিযোগে ধৃত বিজেপি নেতা