সময় মাত্র তিন মিনিট, পিপিই পরে বাবাকে শেষ বিদায় জানাচ্ছে মেয়ে

বাবাকে শেষ বিদায় জানানোর জন্য সময় মাত্র তিন মিনিট। বহুদিন ধরে রোগে ভুগে মৃত্যু হয়েছে বাবার। কিন্তু তাঁকে শেষ মুহূর্তে ছোঁয়ার উপায় নেই। পিপিই পরে একরকম দূর থেকে দাঁড়িয়ে শেষ বিদায় জানালেন মেয়ে। মনিপুরের এই ছবি দেখে চোখের জল ফেলছে দেশবাসী।

করোনা পরিস্থিতি আপনজনকে ছোঁয়ার অধিকারটুকু কেড়ে নিয়েছে। দিন কয়েক আগে শ্রমিক স্পেশাল ট্রেনে চেন্নাই থেকে মণিপুরে ফেরেন অঞ্জলি মাঙতে। ওই যুবতীর এক সহযাত্রী করোনা আক্রান্ত হন। ২২ বছরের ওই যুবতী আপাতত রয়েছে ইম্ফলের কোয়ারেন্টাইন সেন্টারে। বাবাকে শেষ বিদায় জানানোর জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় মণিপুরের কাংপকপিতে। স্বাস্থ্য দফতরের কর্মীরা তাঁকে সময় বেঁধে দেন। পিপিই পরে বাবাকে শেষ বিদায় জানান অঞ্জলি। তিনি আবার ফিরে যান কোয়ারেন্টাইন সেন্টারে।

Previous articleএখনও ফেরেনি বিদ্যুৎ, প্রতিবাদে অবরোধ গোবরডাঙা রোড
Next articleলকডাউনে বাড়িতে থেকেই কোটি টাকা আয় বিরাটের!