ত্রাণ নিয়ে কর্মীদের বেনিয়ম? মমতা বললেন বের করে দেব!

ত্রাণ নিয়ে এবার কোনও রকমের বেনিয়ম মানতে রাজি নন মুখ্যমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় দলীয় বিধায়কদের ভার্চুয়াল সভায় একেবারে হুমকির সুরে নেত্রী বলেন, কোন এলাকায় কী হচ্ছে আমি সব জানতে পারি। আমার লোক আছে। ‘দিদিকে বলো’তে দেখতে পেলেন না! ত্রাণ নিয়ে যদি দলের কোনও কর্মীর বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ ওঠে, তাহলে সঙ্গে সঙ্গে শীর্ষ নেতৃত্বকে জানান। তাকে একেবারে দল থেকে বিতাড়ন করে দেওয়া হবে। কারণ, এই সব মানুষের জন্য দল তো বটেই স্টেট রেসপন্সিবল হয়ে পড়ছে। আমি আর এটা হতে দেবো না। যারা বিরোধী তাদের দরকারে ডেকে এনে জিজ্ঞাসা করুন ওদের কী দরকার। ওদের দাবি মেটান। ত্রাণে কোনও রাজনীতি নয়। মুখ্যমন্ত্রী যে শক্তহাতে ত্রাণ বন্টন নিয়ন্ত্রণ করবেন, সেটা বৈঠক থেকেই বিধায়কদের বার্তা দিয়ে দিয়েছেন।

Previous articleকেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে সার্ভে করে আমফান ক্ষতিগ্রস্ত এলাকায় সরাসরি কাজ করুক কেন্দ্র: দিলীপ
Next articleফের ভারতে হানা দেবে পঙ্গপাল! সতর্কতা জারি ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের