Thursday, December 25, 2025

অনুষ্কা শর্মার ‘পাতাললোক’ নিয়ে মামলা কলকাতা হাইকোর্টেও

Date:

Share post:

‘পাতাললোক’ নিয়ে ফের মামলার গেরোয় প্রযোজক অনুষ্কা শর্মা। এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল ওয়েব সিরিজের বিরুদ্ধে। হিন্দু সংগঠনের নেতা বলে দাবি করা জনৈক দেবদত্ত মাজি জনস্বার্থের এই মামলা দায়ের করেছেন।

হলফনামায় ‘পাতাললোক’ নিষিদ্ধ করার আর্জি জানিয়েছেন৷ ‘পাতাললোক’-এর স্ট্রিমিং নিয়ে রিট পিটিশনের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে বলে মামলাকারী দাবি করেছেন৷

এই মুহুর্তে দেশের সিনে দুনিয়ায় সবচেয়ে চর্চিত সিরিজের নাম অনুষ্কা শর্মা পরিচালিত ‘পাতাললোক’। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে সম্প্রতি রিলিজ পেয়েছে এই সিরিজটি। বিপুল জনপ্রিয়তায় এখন শীর্ষস্থানে রয়েছে পাতাললোক। অভিনয়, গল্প, থ্রিলারে সমালোচক থেকে অনুরাগী, সকলেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন৷

ওদিকে বিতর্কের রেশও থামছে না৷ পাতাললোক সিরিজ নিয়ে অনুষ্কা শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবিরের একাধিক নেতা। ভারতীয় জনতা পার্টির বিধায়ক নন্দকিশোর গুর্জার সরাসরি অভিযোগ দায়ের করেছে প্রযোজক অনুষ্কা শর্মার বিরুদ্ধে। নন্দকিশোরের অভিযোগ, এই সিরিজের বিষয়বস্তুর মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছেন নির্মাতারা। এছাড়াও সিরিজে সিবিআইএর মতো এজেন্সিকে নেতিবাচকভাবে দেখানো হয়েছে ৷ অনুষ্কার বিরুদ্ধে আপত্তি জানিয়ে চিঠিও পাঠান বিজেপির বিধায়ক।
শুধু বিজেপি নয়, পাতাল লোক নিয়ে বিতর্ক জুড়েছে শিখ সম্প্রদায়ও। শিখ চরিত্রদের এই সিরিজে যেভাবে দেখান হয়েছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা। তিনি বলেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদেকারের বিষয়টি খতিয়ে দেখা উচিত এবং সিরিজটি নিষিদ্ধ করা উচিত। দিল্লির শিখ সম্প্রদায়ের মতো সিকিমের গোর্খা সম্প্রদায় থেকেও উঠে এসেছে বিরুদ্ধ সুর। সিকিমের সাংসদ ইন্দ্র হান সুব্বা জানান যে যেভাবে যৌনতা নিয়ে একটি চরিত্রকে কলঙ্কিত করা হয়েছে তা অনুচিত।

spot_img

Related articles

ক্রিসমাসে ঝলমলে পার্কস্ট্রিট, সান্টা টুপি মাথায় বড়দিনের সকালে পিকনিক মুডে বাঙালি

দেখতে দেখতে বছর প্রায় শেষ হতে চলল। ক্রিসমাসের মধ্য দিয়েই যেন বর্ষবরণের আনন্দ অনুষ্ঠানের সূচনা হয়ে যায়। বড়দিনের...

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...