মুখ ঢাকুক ডিজাইনার মুখোশে: চান ‘মাস্ক ম্যান’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এই অসময়কে সুযোগে বদলে দিতে হবে। সে কথাকেই হয়তো বীজমন্ত্র করেছেন এই ‘মাস্ক ম্যান’। বুঝতে পেরেছেন পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে আরও বহুদিন মুখোশের আড়ালে রাখতে হবে মুখ। তাই ডিজাইনার মাস্ক বিক্রি করা শুরু করেছেন তিনি। দাম শুরু হচ্ছে কুড়ি টাকা থেকে। কলমকারি, বাটিক তাঁত, খাদি বিভিন্ন ধরনের নকশায় তৈরি হয়েছে রংবেরঙের সুতির মাস্ক। যেগুলো ধুয়ে কেচে আবার ব্যবহার করা যাবে।

নতুন ধরনের মাস্ক পছন্দ হয়েছে ক্রেতাদেরও। বাংলার গ্রামগঞ্জে মহিলাদের হাতে তৈরি এই অভিনব মাস্ক ফেরি করেন ‘মাস্ক ম্যান’। এদিকে হস্তশিল্প বাঁচাতে, অন্যদিকে নিজের বিকল্প আয়ের পথ খুঁজতে মাস্ক বেচতে পথে নেমেছেন তিনি।

Previous articleকরোনা নিয়ে দেশজুড়ে নিজেদের ব্যর্থতা ঢাকতেই মমতার বিরুদ্ধে অপপ্রচার করছে বিজেপি, দাবি ফিরহাদের
Next articleবৃষ্টিতে ভাসলো শহর কলকাতা