যুক্তরাষ্ট্র ওপেনের স্বাস্থ্যবিধিকে ‘চরম’- ‘অবাস্তব’ বলে কটাক্ষ জোকোভিচের

করোনা পরিস্থিতিতে এ বছরের যুক্তরাষ্ট্র ওপেন অগস্টে করার তোড়জোড় শুরু হয়েছে । করোনা সংক্রমণের জেরে এই প্রতিযোগিতাতেও বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে । যদিও বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ ওই স্বাস্থ্যবিধি বেশ কিছু নিয়মকে ‍‘চরম’ এবং ‘অবাস্তব’ বলে উল্লেখ করেছেনে ।
জোকোভিচ বলেছেন, ‍‘‍‘যুক্তরাষ্ট্র ওপেনে যে নিয়ম মেনে চলার কথা আয়োজকেরা বলছেন, তা চরম। ম্যানহাটানে প্রবেশাধিকার নেই। বিমানবন্দরের হোটেলেই ঘুমোতে হবে। সপ্তাহে তিন বার স্বাস্থ্য পরীক্ষা হবে। এ ছাড়াও মাত্র একজন সাপোর্ট স্টাফ নিয়ে কোর্টে যেতে হবে। যা মানা অসম্ভব। কারণ কোচ, ফিটনেস বিশেষজ্ঞ ও ফিজিয়োথেরাপিস্ট তো লাগবেই।
জোকোভিচের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই টেনিসমহলে চাঞ্চল্য তৈরি হয়েছে । যদিও আয়োজকদের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি ।

Previous articleফিরিয়ে দিল ৮টি হাসপাতাল, অ্যাম্বুল‍্যান্সেই মৃত্যু অন্তঃসত্ত্বার
Next articleসামাজিক বিধি মানাতে তৈরি ‘প্রকাণ্ড জুতো’, ‘জায়ান্ট হ্যাট’