Saturday, November 15, 2025

‘আমার নোবেল আটকে রেখেছেন অমর্ত্য সেন’, হাওড়া ব্রিজে উঠে দাবি ভবঘুরে মহিলার

Date:

‘আমার নোবেল অন্যায় ভাবে নিজের বাড়িতে আটকে রেখেছেন অর্থনীতিবীদ নোবেলজয়ী অমর্ত্য সেন। আমি ছোটবেলায় নোবেল পুরস্কার পেয়েছিলাম।’ এই দাবি নিয়েই এবার হাওড়া ব্রিজের মাথায় চড়ে বসলেন এক বছর পঁয়ত্রিশের মহিলা। কী কাণ্ড! একেবারে হাওড়া ব্রিজের মাথায়।

হ্যাঁ। এমনই ঘটনা ঘটল‌ রবিবার বিকেলে। লকডাউন চলায় রাস্তাঘাটে খুব একটা লোকজন নেই। তার ওপর আবার রবিবার বিকেল। একটু বেশি ফাঁকা। এমন এক সময় ওই এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীদের কানে ভেসে আসে এক মহিলার চিৎকার। একটু খোঁজ নিয়ে তাঁরা দেখেন, ব্রিজের ৪ নম্বর পিলার বেয়ে ক্রমশ ওপরে উঠছেন এক মহিলা। এরপর তাঁরা খবর দেন উত্তর বন্দর থানার পুলিশকে। ঘটনাস্থলে তাঁরা এসে এমন দৃশ্য দেখে কার্যত হতভম্ব হয়ে গিয়েছিলেন। এরপরে তাঁকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নীচে নামানোর চেষ্টা করলে তিনি কোনও কথায় কান দেননি। অবশেষে তারা ব্যর্থ হন। ডাকা হয় দমকলকে। ঘন্টা খানেকের প্রচেষ্টায় পুলিশ ও দমকলের তৎপরতায় নামানো সম্ভব হয় ওই মহিলাকে।

উত্তর বন্দর থানার পুলিশ আটক করে ওই মহিলাকে থানায় নিয়ে যাওয়ার পর জানা যায় তিনি মানসিক ভারসাম্যহীন। এরপর জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। তিনি আধিকারিকদের জানান, খোওয়া যাওয়া নোবেল উদ্ধারের জন্য অতীতে তার স্থানীয় এসপি অফিসের দ্বারস্থ হয়েও কোনও রকম সাহায্য মেলেনি প্রশাসনের তরফ থেকে। তাই বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছিলেন তিনি। পুলিশকে কড়াভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার নোবেল অবিলম্বে ফিরিয়ে দেওয়া না হলে তিনি ভবিষ্যতে আবারও হাওড়া ব্রিজে চড়ে বসতে পারেন।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মহিলা নিজের নাম ডলি ঘোষ বলে জানিয়েছেন। তার বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগরের কচুয়া ঘোষপাড়া এলাকায় বলেও জানিয়েছেন পুলিশকে। যদিও এই তথ্য কতটা ঠিক তা যাচাই করে দেখছে উত্তর বন্দর থানার পুলিশ।

Related articles

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...
Exit mobile version