করোনা সংক্রমণে দেশে মৃতের সংখ্যা বেড়ে ৭১৩৫

করোনা সংক্রমণে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭১৩৫।

একইসঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২ লক্ষ ৫৬ হাজার ৬১১। এর মধ্যে অবশ্য ১ লক্ষ ২৪ হাজার ৯৪ জন রোগী ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। সন মিলিয়ে দেশে বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ৩৮১। আজ, সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।