লকডাউন পর্বের বেতন মুকুবের দাবিতে বিক্ষোভ শ্রীরামপুরের স্কুলে

লকডাউনে তিন মাসের বেতন মুকুবের দাবিতে বিক্ষোভ অভিভাবকদের সোমবার শ্রীরামপুরের একটি বেসরকারি বাংলা মাধ্যম স্কুলের সামনে সাতসকালেই জড়ো হয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাঁদের বক্তব্য, লকডাউনের মধ্যে স্কুল বন্ধ ছিল। অথচ এই তিন মাসের পুরো বেতন স্কুল কর্তৃপক্ষ চেয়েছে বলে অভিযোগ। অভিভাবকরা জানান, স্কুলকে চিঠি দিয়ে বেতন মুকুবের আবেদন জানানো হয়েছিল। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। লকডাউনের ফলে কমবেশি প্রত্যেকের আর্থিক পরিস্থিতি খারাপ। তাই বাধ্য হয়ে প্রতিবাদে নেমেছেন বলে জানান অভিভাবকরা।

Previous articleসঞ্জয় সমালোচনার পরেই ঠাকরের কাছে সোনু
Next articleলেকটাউনে সব্যসাচী আসতেই ঘিরে নিয়ে শারীরিক হেনস্থা