আনলক: শেওড়াফুলিতে খুলল প্রায় দুশো বছরের পুরনো মন্দির

খুলে গেল শেওড়াফুলির নিস্তারিণী কালীমন্দির। স্যানিটাইজড করার পর ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। পুরোহিত, ভক্ত, দোকানদার সবার হাতে স্যানিটাইজার দিয়ে মাস্ক বিতরণ করা হয়।

মার্চে প্রথম দফার লকডাউন শুরু হতেই ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল নিস্তারিণী কালী মন্দির। সোমবার সকালে মন্দির খুলতেই ভক্তরা পুজো দিতে ভিড় করেন।
প্রায় দুশো বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে পুজো চলে আসছে সেখানে। আতিমারিতে মন্দিরের গর্ভগৃহ বন্ধ করে দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো এদিন তা খুলে দেওয়া হয়। লোকাল ট্রেন বন্ধ থাকায় ভক্ত সমাগম কম হচ্ছে। তবে পুরোহিতরা জানান, এতে সামাজিক দূরত্ব মেনে পুজো দিতে পারবেন ভক্তরা।

Previous articleনজরে পুরভোট: পুজোর আগে ভোট চায় রাজ্য নির্বাচন কমিশন!
Next articleচিন্তা নেই আমরা আছি, ৮হাজার দুঃস্থর পাশে আসানসোল লায়ন্স ক্লাব