এবার বীরভূমে তৃণমূলের অবিসংবাদিত নেতা কেষ্টদা ওরফে অনুব্রত মণ্ডলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সৌমিত্র খাঁ। বললেন এক ওষুধেই ঠান্ডা হয়ে যাবে কেষ্টদা। বললেন, ওটা একটা হার্মাদি। হার্মাদগিরি করে লোককে ভয় দেখিয়ে চুপ করাতে চাইছে। ওর সব কেতা ঘুচে যাবে যদি বিনা নিরাপত্তায় একদিন প্রকাশ্যে আসে। পাবলিক ওকে চাবকে ঠান্ডা করবে, সিধে করে দেবে।

বিজেপির যুব মোর্চার দায়িত্ব পাওয়ার পর রীতিমতো চালিয়ে খেলছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। এক সময় অনুব্রতকে কয়লা চোর বালি মাফিয়া বলে কটাক্ষ করেছিলেন আর দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর বললেন কার কত দম আছে বোঝা যাবে। আমাকে গুণ্ডা পাঠিয়েও লাভ হয়নি। ২০২১-এ মানুষ এদেরকে ছুড়ে ফেলবে।