আইসিএমআর-এর সমীক্ষায় ভয়াবহ চিত্র

আইসিএমআর-এর সাম্প্রতিক সমীক্ষায় ভয়াবহ চিত্র। এবং সেই চিত্র নিয়ে রীতিমতো শঙ্কায় রয়েছেন সংস্থার গবেষকরা। সম্প্রতি আইসিএমআর দেশে ৭০টি জেলার মধ্যে সমীক্ষা চালায় সংস্থা। ৩৪ হাজার নমুণা সংগ্রহ হয়। সেই সমীক্ষায় দেখা যাচ্ছে হটস্পট এলাকার ৩০ শতাংশ মানুষ সংক্রমিত। তাদের সংক্রমণ হলেও কোনও লক্ষণ ধরা পড়েনি। সংক্রমণ থাকা সত্বেও চিহ্নিত করা যায়নি আক্রান্তদের। তাদের শরীরে ইতিমধ্যে তৈরি হয়েছে আন্টিবডি। সংস্থার পক্ষে বক্তব্য, দেশের পক্ষে এটা মারাত্মক প্রবণতা। এখনই নির্দিষ্ট পরিকল্পনা করা উচিত।