গত ২ সপ্তাহে এনকাউন্টারে খতম ৬ কমান্ডারসহ ২২ জঙ্গি

ফাইল ছবি

জম্মু ও কাশ্মীরে গত ২ সপ্তাহে বিভিন্ন এনকাউন্টারে খতম হয়েছে ৬ জন কমান্ডারসহ অন্তত ২২ জঙ্গি। একথা জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি দিলবাগ সিং। তিনি জানান, গত ২ দিন শোপিয়ানে ৯ হিজবুল মুজাহিদিন জঙ্গিকে খতম করা হয়েছে।
তিনি বলেন, গত ২ সপ্তাহে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়েছে। এদের বিরুদ্ধে নিরীহ নাগরিকদের হত্যা, পুলিশ ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলা সহ একাধিক অভিযোগ ছিল।
অবন্তিপোরায় পুলিশ কিছু জঙ্গিকে আটক করেছিল। তারা স্থানীয় যুবকদের দলে টানার চেষ্টা চালাচ্ছিল। জঙ্গিদের হেফাজত থেকে তিন যুবককে উদ্ধার করে পুলিশ। পরিবারের কাছে তাদের ফিরিয়ে দেওয়া হয়।
এরই মধ্যে নিরাপত্তাবাহিনীদের তৎপরতায় গত ২৮ তারিখ আইইডি হামলা এড়ানো সম্ভব হয়। জইশ-ই-মহম্মদ ও হিজবুল জঙ্গিরা নিরাপত্তাবাহিনীর ওপর বড়সড় হামলার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু, বাহিনীর তৎপরতায় তাদের নাশকতার ছক বানচাল হয়। পুলওয়ামায় একটি গাড়ি থেকে প্রায় ১৫০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়।

Previous articleবিশ্বের করোনা পরিস্থিতি আরও খারাপ হবে, সতর্ক করল হু
Next articleশনিবার কৃষকদের তালিকা দিন, সোমবার টাকা পাঠাবো: অমিত শাহ