পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনে নতুন উদ্যোগ নিতে চলেছে কেন্দ্র

পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনের লক্ষ্যে এবার উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। লকডাউনের সময় ভিন্ রাজ্যে কাজহারানো পরিযায়ী শ্রমিকরা যাতে নিজেদের রাজ্যেই কাজ পান, তার ব‍্যবস্থা করতে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করার চিন্তাভাবনা শুরু করছে কেন্দ্র। সূত্রের খবর, ওই পরিকল্পনার অঙ্গ হিসাবে দেশের যে সমস্ত জেলায় পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বেশি, এমন ১১৬টি জেলাকে চিহ্নিত করার কাজও শুরু করেছে নরেন্দ্র মোদি সরকার। পাশাপাশি, কোন কোন ক্ষেত্রে পরিযায়ীদের রুজিরোজগারের বন্দোবস্ত করা যায়, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই বিষয়ে সরকারিভাবে এখনও কোনও ঘোষণা হয়নি।

সূত্রের খবর, এই পরিকল্পনার অঙ্গ হিসাবে পরিযায়ীদের এমজিএনআরইজিএ-এর আওতায় ১০০ দিনের কাজের প্রকল্প-সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত ‘আত্মনির্ভর ভারত অভিযান’-এর আওতাভুক্ত বিভিন্ন প্রকল্পে কাজের ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে জনধন যোজনা, কিষান কল্যাণ যোজনা, খাদ্য নিরাপত্তা আইনের মতো বিভিন্ন জনকল্যাণমূলক পরিকল্পনাকেও সুনির্দিষ্ট ভাবে পরিযায়ীদের লক্ষ্য রেখে ব্যবহার করা হবে। এই বিষয়ে ইতিমধ্যেই বিভিন্ন মন্ত্রকের কাছে তথ্য, পরিসংখ্যান চেয়েছে প্রধানমন্ত্রীর অফিস।

 

Previous articleরাজ্যে নতুন পোস্টমাস্টার জেনারেল
Next articleফের জল্পনা, পাক সেনার নির্দেশেই খুন দাউদ