করোনা মোকাবিলায় যোগী আদিত্যনাথকে প্রশংসায় ভরালো পাকিস্তান

ভারতের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তান । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভূয়সী প্রংশসা করলো পাক সংবাদমাধ্যম ‘The Dawn’। করোনা পরিস্থিতি মোকাবিলায় পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে পিছনে ফেলে দিয়েছেন যোগী। টুইট করে এমন দাবি করেছেন সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের রেসিডেন্ট এডিটর ।
টানা আড়াই মাস লকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা । সংক্রমণের গতি কিছুটা কমলেও বর্তমানে ফের উর্দ্ধমুখী সেই গ্রাফ।পাকিস্তানের অবস্থা আরও শোচনীয়।
ওই পত্রিকার দাবি, সাত তাড়াতাড়ি লকডাউন খুলে দেওয়ার ফল ভুগছে পাকিস্তান। এমনকী, রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না বলেও অভিযোগ। বরং ইমরান খানের চেয়ে অনেক ভালোভাবে করোনা পরিস্থিতি সামলাচ্ছেন যোগী আদিত্যনাথ।
তবে পাকিস্তানের জনঘনত্ব উত্তরপ্রদেশের থেকে অনেক কম এবং জিডিপিও বেশি। তবু উত্তরপ্রদেশ যা করে দেখিয়েছে পাকিস্তান তা করতে পারেনি। ট্যুইটে দ্য ডনের রেসিডেন্ট এডিটর বলেন, ”যোগী আদিত্যনাথ যেভাবে ক’ড়া হাতে লকডাউন বহাল রেখেছিলেন, তা আমরা পারিনি।’

Previous article“উদ্ধব কাকুকে নালিশ করে দেব,” শিশুর কান্না দেখে তাকে ফোন মুখ্যমন্ত্রীর
Next articleমাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এটা কি রাজনীতির সময়? প্রশ্ন দীনেশের