Thursday, August 28, 2025

আয়ুষ্মান প্রকল্প নিয়ে অমিত শাহকে খোঁচা মন্ত্রী সাধন পাণ্ডের

Date:

Share post:

“আমি আটবারের বিধায়ক। সবাই আমার কাছে সমান। তাই

মানুষের অসুবিধা বা সমস্যাদেখলে চুপ থাকতে পারি না।” আজ মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনটাই বললেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে।

আমফান পরবর্তী সময়ে কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমকে নিয়ে তাঁর একটি মন্তব্য সম্প্রতি বিতর্ক তৈরি করেছিল। সেই প্রসঙ্গে সাধন পাণ্ডে বলেন, “ব্যক্তিগত ভাবে আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। ফিরহাদের সঙ্গে ক্যাবিনেটে আমার কথা হয়েছে। দল আমাকে চিঠি দিয়েছিল প্রকাশ্যে মুখ খোলায়। আমি তার উত্তর দিয়েছি। দল গোটা বিষয়টি বিবেচনা করেছে। আসলে সবাই লকডাউনের প্রথম দিন থেকে রাস্তায় নেমে এলাকায় মানুষের স্বার্থে কাজ করছি। এখনও করে যাচ্ছি।”

ফিরহাদ প্রসঙ্গে মন্তব্য করায় সাধন পাণ্ডের বিরুদ্ধে পথে নেমে আন্দোলনের হুমকি দিয়েছিলেন তারই দলের বিধায়ক পরেশ পাল। এ বিষয়ে সাধনবাবু শুধু একটিই কথা বলেন, “ওর চৈতন্য হোক।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের প্রতিটি নেতা-মন্ত্রী-বিধায়ক পালা করে সাংবাদিক বৈঠক করেছেন। মূলত, করোনা ও আমফান মোকাবিলায় মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের ইতিবাচক ভূমিকা তুলে ধরা এবং বিজেপি-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির অপপ্রচারের জবাব দিয়েই শাসক দলের মন্ত্রী-বিধায়কদের লাগাতার সাংবাদিক বৈঠক। তারই অঙ্গ হিসেবে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সাধন পাণ্ডে।

কাকতলীয় ভাবে এদিনই ছিল রাজ্য বিজেপির ভার্চুয়াল মিটিং। যেখানে প্রধান বক্তা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন অমিত শাহ রাজ্য সরকারের সমালোচনা করেন। তারও জবাব দিয়েছেন সাধন পাণ্ডে।

তিনি বলেন, “এ সময় বাংলা কঠিন সময়ের মধ্যে রয়েছে। কেউ রাজনীতি করবেন না দয়া করে। আয়ুষ্মান ভারত প্রকল্পের অনেক আগে থেকে বাংলায় স্বাস্থ্য সাথী প্রকল্প চলছে। অনেক টাকা খরচ হয়ে গেছে। এখন এটা বদল করা সম্ভব নয়। তাছাড়া রাজ্যকে যদি কেন্দ্রের কোনও প্রকল্পের ৪০ শতাংশ টাকা দিতে হয়, তবে প্রকল্প বদল করে লাভ কী?”

spot_img

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...