দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় যাদবপুর, কলকাতা, সেরা আইআইএসসি, জেএনইউ

দেশের সেরা প্রথম ১০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। বৃহস্পতিবার মন্ত্রকের তরফ থেকে এনআইআরএফ তালিকা প্রকাশ করে জানানো হলো ২০২০ সালে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেল বেঙ্গালুরুর আইআইএসসি বিশ্ববিদ্যালয়। গতবারও শীর্ষে ছিল। দ্বিতীয় স্থানে গতবারের মতোই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। প্রথম দশের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর গতবার পঞ্চম স্থানে থাকা কলকাতা বিশ্ববিদ্যালয় নেমে গিয়েছে সপ্তম স্থানে। এক নজরে দেখে নেওয়া যাক তালিকা…

১. আইআইএসসি, বেঙ্গালুরু

২. জেএনইউ, দিল্লি

৩. বিএইচিউ, বারাণসী

৪. অমৃতা বিশ্ব বিদ্যাপীঠ, কোয়েম্বাটোর, তামিলনাড়ু

৫. যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা

৬. ইউনিভার্সিটি অফ হায়দরাবাদ, তেলেঙ্গানা

৭. কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা

৮. মণিপাল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন, মণিপাল, কর্নাটক

৯. সাবিত্রীবাঈ ফুলে পুনে ইউনিভার্সিটি, পুনে, মহারাষ্ট্র

১০. জামিয়া মিলিয়া ইসলামিয়া, নয়া দিল্লি

Previous articleকরোনা আবহে অনিশ্চিত তারাপীঠে মা তারার রথযাত্রা
Next articleপেটে খিদের জ্বালা, পকেটে কড়ি নেই ? আপনার জন্য শ্রমজীবী ক্যান্টিন খুলেছে বামেরা!