Thursday, December 25, 2025

রবিনসন স্ট্রিটের পুনরাবৃত্তি হাওড়ায়, ৩দিন বাবার মৃতদেহ আগলে বসে থাকল মেয়ে!

Date:

Share post:

রবিনসন স্ট্রিটের পুনরাবৃত্তি এবার হাওড়ায় । বাবা মারা গিয়েছেন তিনদিন আগে। অথচ ঘরের মধ্যে বাবার মৃতদেহের দিকে তাকিয়ে ৩ দিন ধরে ঠায় বসে মেয়ে!
শুধুমাত্র তাই নয়, কখনও জলমুড়ি  , আবার কখনও দীর্ঘদিন পরে থাকা সিঙ্গারা মুড়ি খেয়ে ওই তিনদিন কাটিয়েছে মেয়েটি।  প্রতিবেশীরা ঘুণাক্ষরেও মালুম করতে পারেন নি ঘটনার । তারা জানিয়েছেন, কয়েকবছর আগে মৃত্যু হয় তরুণীর মায়ের । তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন ।
এরপর থেকে পেশায় চক্ষু চিকিৎসক বাবা আর মেয়ে থাকতেন বাড়িতে । কিন্তু মায়ের মৃত্যুর পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন মেয়ে ।
স্থানীয়রা জানিয়েছেন, মৃত অমল কুমার মান্না হাওড়ার জগাছার শিয়ালডাঙায় একটি দ্বিতল বাড়ির ওপরতলায় ভাড়া থাকতেন । বিশিষ্ট চক্ষু চিকিৎসক হিসাবে এলাকায় যথেষ্ট সুনাম ছিল তাঁর । মেয়েও পড়াশোনায় মেধাবী। কিন্তু মায়ের মৃত্যুর পর শোকে মেয়েটিও মানসিকভাবে ভেঙে পড়ে । ওই চিকিৎিসক নিজেই মেয়ের দেখাশুনা করতেন । এমনকি বাড়ির সব কাজ তিনি নিজেই করতেন । বৃদ্ধ বাবার মৃতদেহ প্রায় তিনদিন ধরে ঘরে আগলে বসে থাকলেও, দেহে পচন ধরে দুর্গন্ধ বেরোতে শুরু করে । সেই দুর্গন্ধ সহ্য করতে পারেননি মেয়েটি। বাধ্য হয়ে এলাকার চা বিক্রেতাকে গিয়ে ঘটনার কথা জানান ।তিনি মেয়েটিকে নিয়ে হাজির হন জগাছা থানায় । পুলিশ মেয়েটিকে নিয়ে বাড়িতে এসে দেখে , বৃদ্ধ চিকিৎসকের দেহ পরে রয়েছে মেঝেতে । পচন ধরা মৃতদেহের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কিছু খাবার । দুর্গন্ধে টেঁকা যাচ্ছে না ।
অমল কুমার মান্না (৭০) নামের ওই চক্ষু চিকিৎসক প্রত্যেকদিন মেয়েকে সঙ্গে নিয়েই কলকাতার চেম্বারে যেতেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন। গত এক সপ্তাহ ধরে তাদের দু’জনকেই বাড়ি থেকে কেউ বেরতে দেখেননি । ঘন্টা তিনেক পরে যখন বাড়ি থেকে দেহ বের করা হয়, ততক্ষণ রাস্তার ধারে দুটি ব্যাগ ভর্তি বই নিয়ে ঠাঁই দাঁড়িয়ে ছিলেন চিকিৎসক কন্যা অনিতা মান্না । পুলিশ ও প্রতিবেশীরা বার বার তাকে খাওয়ার দিলেও সে কিছুই মুখে তোলেনি । বার বার সে আবেদন জানায়, তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হোক, তার বাবা অসুস্থ ।
তবে ওই প্রৌঢ়ের মৃত্যু করোনাভাইরাসের জন্য কিনা তা নিয়ে ধন্দে পুলিশ । যদিও পুলিশ কোনও ঝুঁকি নিতে রাজি হয়নি। মেয়েটিকে উদ্ধার করে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয় । এরপর তার করোনা পরীক্ষা করা হবে। ফলাফল নেগেটিভ হলে মেয়েটিকে হোমে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...