Thursday, May 15, 2025

ট্যুর প্যাকেজ বুকিংয়ের ১০-২০ শতাংশ খরচ কমাচ্ছে IRCTC 

Date:

Share post:

বহুদিন কোথাও ঘুরতে যাওয়া হয় নি। হোটেল, পর্যটন কেন্দ্রগুলি ধীরে ধীরে খুলতেই ঘুরতে যাওয়ার প্ল্যান করে নিয়েছেন ভ্রমণপিপাসুরা । কিন্তু বেড়ানো শুরু হলেও তা আর আগের মতো থাকবে না। প্রথম বদল আসবে যাতায়াতে।
ট্রাভেলস কোম্পানিগুলি জানাচ্ছে, করোনার জেরে তাদেরও আর সব জায়গায় বেড়াতে নিয়ে যাওয়া সম্ভব হবে না। বেড়ানো শুরু হলেও সেটা আর আগের মতো থাকবে না। প্রথম বদল আসবে যাতায়াতে। একাধিক সংস্থা জানাচ্ছে, রেলের বদলে তারা গুরুত্ব দেবে বিমানকে। স্বাস্থ্য বিধি মেনে বিমানে যাতায়াত অনেক কম ঝুঁকির বলেই তারা মনে করছে। দ্বিতীয়ত একটি পরিবারের জন্য একটি গাড়ি বরাদ্দ থাকবে। আগে একসঙ্গে একই গাড়িতে বা বাসে যাওয়ার যে ব্যবস্থা করা হত তা আর হবে না।

ট্রাভেল মালিকরা জানাচ্ছেন, স্বাস্থ্য সুরক্ষা মেনে আলাদা গাড়ি ব্যবস্থা করতে হবে। তাতে খরচ অনেকটাই বাড়বে। কিন্তু সুরক্ষার জন্য এমনটা করতেই হবে । আর এই ট্রাভেল মলিকেদের কথায় সহমত পোষণ করছে আইআরসিটিসি গ্রুপ। এই গ্রুপের জেনারেল ম্যানেজার দেবাশীস চন্দ্র জানাচ্ছেন, “আমরা গ্রুপ বুকিংয়ের সংখ্যা কমিয়ে দিচ্ছি। এমনকী, কোচ বুকিং করছি না। তবে ফ্যামিলি বুকিংয়ের ওপর আমরা জোর দিচ্ছি।” ট্রাভেল মালিকরা মনে করছেন খরচ বাড়বে। সেখানে কিছুটা আশ্বস্থ করছে IRCTC। তারা বলছে, প্যাকেজে তারা খরচ কমাবে। কম পক্ষে ১০ থেকে ২০ শতাংশ প্যাকেজ রেট কমাবে তারা।

spot_img

Related articles

হাসপাতালে ভর্তি প্রভাত রায়, পরিচালকের সংক্রমণ নিয়ে বাড়ছে আশঙ্কা

গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Director Prabhat Roy)। বেশ কিছু...

সংঘাত নয়, সুসংহত আন্দোলনেই হবে টেকনিশিয়ানদের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়, বার্তা স্বরূপের

বঞ্চনার প্রতিবাদে প্রযোজক ও পরিচালকদের একাংশের বিরুদ্ধে এবার সর্বভারতীয় স্তরে একযোগে প্রতিবাদে শামিল হয়েছেন টেকনিশিয়ানরা। টলিপাড়ার টেকনিশিয়ানদের দেখানো...

সুপ্রিম কোর্টকে ১৪ প্রশ্ন রাষ্ট্রপতির, সংবিধান সংকটে কঠিন পরীক্ষার মুখে প্রধান বিচারপতি

রাষ্ট্রপতির ১৪টি প্রশ্নে দেশে কার্যত সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই শপথ...

বিধায়ক তাপস সাহার প্রয়াণে মর্মাহত মুখ্যমন্ত্রী, শোকপ্রকাশ অভিষেকেরও

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) প্রয়াণে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...