Saturday, December 20, 2025

করোনা অতঙ্ক, বদলে গেল ‘বাবা লোকনাথ’-র মা !

Date:

Share post:

বিপদে পরলেই যিনি সহায়। রণে বনে জলে জঙ্গলে যিনি সকলকে উদ্ধার করেন সেই বাবা লোকনাথেরই মা বদলে গেল! করোনার করণেই এমন ঘটনা। ‘জয় বাবা লোকনাথ’ ধারাবাহিকে লোকনাথের মায়ের চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী সৌমিলী বিশ্বাস । কিন্তু তিনি সাফ জানিয়ে দিয়েছেন , শুটিং ফ্লোরে আসতে স্বচ্ছন্দ নন। তাঁর জায়গায় অভিনয় করবেন শ্রাবন্তী মালাকার।

এইভাবেই বেশ কয়েকটি ধারাবাহিকে বদল ঘটছে মায়ের চরিত্রে। যেমন ‘কোড়া পাখি’ ধারাবাহিকে ঋষি কৌশিকের মা’র চরিত্রে অভিনয় করছিলেন অনুসূয়া মজুমদার। তিনিও বেশ চিন্তায়। তিনি বলেন, “শুটিং করতে ভালোবাসি। কাজে ফিরব। তবে এখন আমাদের বয়সের মানুষদের ঝুঁকি বেশি। তাই শুটিং ফ্লোরে যেতে চাই না।” অনুসূয়ার জায়গায় আসছেন মৌমিতা গুপ্ত।

 

এই অভিনেত্রীদের গলায় যখন চিন্তার সুর তখন ‘কে আপন কে পর’-এ উল্টো ছবি। ‘জবার শাশুড়ি’ বিশিষ্ট অভিনেত্রী কল্যাণী মণ্ডলের বয়স ৬৮। তিনি এলেন।

 

 

‘শ্রীময়ী’ ইন্দ্রাণী হালদারের সঙ্গে তাঁর অনস্ক্রিন শাশুড়ি চিত্রা সেন মাসখানেক কাজ করবেন না। চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “মাসখানেক চরিত্রটিকে সরিয়ে রাখছি। আবার নিয়ে আসা হবে।” তবে ‘কোড়া পাখি’-তে মা’র চরিত্রটিকে সরিয়ে রাখা সম্ভব হতো না’।


সৌমিলী বিশ্বাস, দেবযানী চট্টোপাধ্যায়ের মতো কমবয়সীরা যেখানে কিছু বয়স্কা অভিনেত্রীর উৎসাহ দেখার মতো। যেমন দেবিকা মিত্র, রমা গুহ। এক সময় ক্যানসারে কাবু হয়েছিলেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। তবু ‘দুর্গা দুর্গেশ্বরী’ ধারাবাহিকে শুটিং করার জন্য তিনিও প্রস্তুত।

spot_img

Related articles

সেবাশ্রয়-২: আজ বজবজের মডেল ক্যাম্পে পরিষেবা পর্যবেক্ষণে অভিষেক 

সেবার আলোর সুস্বাস্থ্যের পথ আলোকিত করা লক্ষ্য নিয়ে ডিসেম্বরের পয়লা তারিখ থেকে শুরু হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...