পরেশের বৃক্ষরোপণ উৎসবে সামিল ফিরহাদ, কী বললেন পুরসভার মুখ্য প্রশাসক?

আমফান পরবর্তী বাংলা তথা শহরের সবুজায়ন ফেরাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি মেনে বিভিন্ন বিধানসভা অঞ্চলে চলছে বৃক্ষরোপণ উৎসব। আজ, শনিবার বেলেঘাটায় বিধায়ক পরেশ পালের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠানের শুভসূচনা করেন রাজ্যের মন্ত্ৰী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।

এদিন বেলেঘাটা বিধানসভা অঞ্চলের বিভিন্ন জায়গায় গাছ লাগানো হয়। যাতে ঝরবৃষ্টিতে ভেঙে না পড়ে, সেই ধরনের গাছই লাগানো হয় অনুষ্ঠানের মাধ্যমে। পাশাপাশি, এদিন ওই অঞ্চলের সমস্ত কাউন্সিলরদের হতে একটা করে গাছ তুলে দেন ফিরহাদ হাকিম।

এই অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেন, পলিসিগতভাবে কলকাতায় কন্টেইনমেন্ট জোন বাড়ছে। কিন্তু একটা বাড়ির জন্য সমস্ত অঞ্চলকে কন্টেইনমেন্ট করছে না কলকাতা পুরসভা। একইসঙ্গে তিনি জানান, করোনা মোকাবিলায় বাড়ানো হয়েছে অ্যান্টিবডি টেস্ট সেন্টার। রাজারহাট-সহ বেশ কয়েকটি জায়গায় কোয়ারেন্টাইন বাড়ানো হয়েছে বলে জানালেন ফিরহাদ হাকিম।

Previous articleকরোনা আক্রান্ত বাংলাদেশের প্রাক্তন স্বাস্থ‍্যমন্ত্রীর মৃত‍্যু
Next articleগড়িয়া দেহকাণ্ডে ফিরহাদকে আক্রমণ করে টুইট রাজ্যপালের