শিল্পীরা বারবার এই পথ নিচ্ছেন। কেন? দুদিন আগে সুশান্তর ম্যানেজার আত্মঘাতী হয় এবার শিল্পী নিজেই। শিল্পীমহলে বিশেষত বলিউডের জায়গা তৈরি করতে গিয়ে যে এটা হয়, আমি নিজে জানি। আমি যখন বলিউড এসেছিলাম ভীষণ স্ট্রাগল করতে হয়েছিল। পাশে কাউকে পেলে সাহায্য পেলে মানসিক অবসাদ কাটানো সহজ হয়। বিশেষত যারা তরুণ প্রজন্ম, তাদের সাফল্য এবং ব্যর্থতাকে সমানভাবে নেওয়ার মানসিকতা তৈরি করাটা সবচেয়ে জরুরি। বলিউডে তো আরও জরুরি। সুশান্ত বিহার থেকে এসেছিল। দিল্লিতে পড়াশোনা আর কর্মক্ষেত্র মুম্বইতে। ছোট বেলার বন্ধু, বন্ধুত্ব, তার সঙ্গে পরিবার সব কিছুই হয়তো সুশান্ত মিস করত। আমার সঙ্গে ওর ব্যক্তিগত পরিচয় ছিল। ভাল লাগত। সেখান থেকেই খারাপ লাগাটা বেশি বেশি করে হচ্ছে।
দীর্ঘদিন ধরে কাজ বন্ধ। ফলে সকলের মধ্যেই একটা হতাশা কাজ করে। এই সময় বন্ধুদের উচিত পাশে দাঁড়িয়ে মানসিকভাবে শক্তিশালী রাখা। সুশান্তদের বারবার হারিয়ে যাওয়া বন্ধ করতে হবে।