কাকদ্বীপ-বকখালিতে ত্রাণ নিয়ে আমফান দুর্গতদের পাশে বৌদ্ধ সন্ন্যাসী

মহামারি করোনাভাইরাসে গরিব-অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর পর এবার সুপার সাইক্লোন আমফান ঘূর্ণিঝড়ে বিধস্ত-বিপর্যস্ত-দুর্গত সুন্দরবনবাসীদের পাশে দাঁড়ালেন অহিংসা ও মানবতার পূজারী বলে পরিচিত কলকাতার বৌদ্ধ সন্ন্যাসী ড.অরুনজ্যোতি ভিক্ষু।

আজ, রবিবার দক্ষিণ কলকাতার টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারের উদ্যোগে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, সকল ধর্মের মানুষের সহযোগিতা নিয়ে সুন্দরবন উপকূলবর্তী কাকদ্বীপ-নামখানা এবং বকখালির প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৫০০ মানুষের কাছে অতি প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী এবং আর্থিক সহযোগিতা তুলে দিলেন অরুনজ্যোতি ভিক্ষু।

এই ত্রাণে তাঁকে বিশেষভাবে সহযোগিতা করেছেন আশিষ বড়ুয়া, সৈয়দ শাহ আতেফ, আলি আল কাদেরী, উত্তম মন্ডল, ডোনা ডিকশন-সহ কয়েকজন মানব দরদী মানুষ।

অরুনজ্যোতি ভিক্ষু জানান, আমফান ঘূর্ণিঝড়ের তিন সপ্তাহ পর এখনও দুর্গত মানুষের হাহাকার সত্যি খুবই কষ্টের। পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ ও পুনর্বাসন সহযোগিতা করছে। বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছে। তার পাশাপাশি সামর্থবান সকলে এই অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

Previous articleজুনেই ব্যাপক বর্ষণ, করোনা-আমফানের পর কি এবার বন্যা?
Next articleফের মৃতদেহ সৎকার নিয়ে শ্মশানে তুলকালাম! এবার কোথায়?