Thursday, August 21, 2025

কেউ ফেরে কেউ ফেরে না

Date:

Share post:

মুম্বইয়ে ‘পবিত্র রিস্তা’র সেটে ওঁদের দেখে একবারও মনে হয়নি এই সম্পর্ক কোনওদিন অতীত হয়ে যাবে।

একতা কাপুরের হিট সোপগুলির অন্যতম এই মেগার প্রমোশনে বিশেষ সাংবাদিক সভা। সেখানে হাজির কলকাতার আরও অনেক সাংবাদিকের সঙ্গে আমিও।

মনে পড়ছে অঙ্কিতা তখন জ্বরে ভুগছেন আর সুশান্ত তাঁকে একেবারে আগলে ধরে বসে আছেন। একেবারে মাখো মাখো সেই অফ স্ক্রিন প্রেমছবি আজও যেন জীবন্ত মনে হয়। তখনই একটা বিষয় খুব চোখ টেনেছিল। দুজনের আচরণগত পার্থক্য। সুশান্ত প্রেমী, কিন্তু লাজুক। উল্টোদিকে অঙ্কিতা যেন অনেকটাই তাঁর প্রেম-প্রদর্শনে উদগ্রীব।

প্রথম ছবিতেই নিজস্বতা চেনান সুশান্ত। একজন শিক্ষিত, বোধ ও চেতনাসম্পন্ন অভিনেতা পায় বলিউড। তারপর কিছু উত্থান, কিছ পতন। বিনোদন দুনিয়ার ইতিহাসে যা নতুন কিছু নয়।

মায়ের অসময়ে মৃত্যু, অঙ্কিতার সঙ্গে ব্রেকআপ এগুলো কি কোথাও নিরাপত্তাবোধের অভাব ঘটিয়েছিল ? কোনও বিভ্রান্তি ? চাওয়া-পাওয়ার মধ্যে অসামঞ্জস্য ?

বিনোদন দুনিয়ায় আয়-ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষার একটা পৃথক ব্যাকরণ আছে, যেটা এর বাইরের জগৎটা থেকে অনেকটাই আলাদা। যেমন কঠিন, তেমনই নিষ্ঠুর এক বাতাবরণ ঘিরে ধরে আর্থিক সক্ষমতা পর্যাপ্ত না থাকলে। স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা , প্রাপ্তি-অপ্রাপ্তির সঙ্গে যখন নেপোটিজম, লবি বাজি মিশে যায়, তখন লড়াইটা কত কঠিন হয়ে পড়ে, যে জানে, সে জানে। এ ব্যাপারে শত্রুতা করতে কেউ কম যায় না। আজ যাঁরা সুশান্তর আত্মহত্যায় কেঁদে ভাসাচ্ছেন, তাঁদের কে কি চিত্রনাট্য লিখেছেন তাঁর পর্দার পিছনের জীবনে, তা আর জানা যাবে না।

আকাশের দিকে মাঝে মাঝেই চোখ রাখতো যে তরুণ, তাঁর জন্য কোথাও তো এক ঠিকানাহীন হয়ে যাওয়ার কাহিনী লেখা হচ্ছিল অজান্তেই।

চরাচর জুড়ে একটা বিষন্ন বলয় তৈরি হচ্ছিল।
মন খারাপের ভিজে বাতাস উড়িয়ে দিচ্ছিল স্মৃতিদের।
সম্পর্কগুলো কিছুতেই আশ্রয় দিতে পারছিল না।

আসলে, এইসবই আমরাও জানি।
আমরাও অবসাদের বন্ধ দরজায় মাথা ঠুকি।
আমরাও হতাশার অন্ধকারে নিমগ্ন হই।

কতবার যে ফিরি আত্মহত্যার মুহূর্তটুকু থেকে !
কেমন করে ফিরি জানি না।
এর সত্যিই কোনও ব্যাখ্যা নেই।

কোনওদিন হয়তো ফিরবো না, সুশান্তর মতোই।
খুব কাছের লোকটাও জানতে পারবে না।
জানতে পারেনি সুশান্তর কথা।

আরও কতজনের !! 😢

spot_img

Related articles

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...