ইসকনের রথযাত্রা বাতিল, হবে ডিজিটাল দর্শন

কলকাতায় এবার ইসকনের রথযাত্রা হচ্ছে না। ডিজিটাল মাধ্যমের সাহায্যে মন্দিরের পুজো বা অনুষ্ঠান দেখতে পাবেন। এই সিদ্ধান্তই নিয়েছে কলকাতা ইসকন কর্তৃপক্ষ। জানানো হয়েছে, রথযাত্রার রীতি এবং নিয়ম সবই মানা হবে। কিন্তু তা হবে মন্দিরের অন্দরে। কলকাতা ইসকন মন্দিরে আবাসিক হিসেবে জনা পঞ্চাশেক সন্ন্যাসী থাকেন। তাঁরাই সব কাজকর্ম করছেন। কর্তৃপক্ষ জানাচ্ছে, রথের দিন বিগ্রহকে অ্যালবার্ট রোডের মন্দিরের উপরতলার সিংহাসন
থেকে নামিয়ে একতলার হলঘরে বসানো হবে। আচার-অনুষ্ঠান মেনে হবে পুজো। একতলাতেই সাজানো হচ্ছে মাসির বাড়ি। উল্টোরথে জগন্নাথ ফিরবেন নিজের বাড়িতে, অর্থাৎ উপরতলায় মূল সিংহাসনে। আগামী ২৩ জুন পুরো প্রক্রিয়াটি কলকাতা ইসকনের ওয়েবসাইট এবং
ফেসবুকে লাইভ সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

Previous articleহাসনাবাদে ত্রাণে ফের উত্তর কলকাতার মৃত্যুণরা
Next articleরাজ্যে অনলাইন ভোটের দাবি তুলবে বঙ্গ-বিজেপি, হবে একধিক ভার্চুয়াল সভা