তামিলনাড়ুর চার জেলায় ফের ১২ দিনের লকডাউন

আনলক ফেজ ওয়ানে করোনা সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে ফের সম্পূর্ণ লকডাউনের পথে তামিলনাড়ু। ১৯ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সম্পূর্ণ লকডাউন চলবে চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম ও চেঙ্গালপেট-এই চার জেলায়। সোমবার তামিলনাড়ু সরকারের তরফে একথা জানানো হয়েছে। এদিন, তামিলনাড়ুর মন্ত্রিসভার বৈঠকে এই চার জেলায় ফের লকডাউনের সিদ্ধান্ত হয়।

মুখ্যমন্ত্রী কে পালানিস্বামীকে পূর্ণ লকডাউন ঘোষণার পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরাও।
মঙ্গলবার ও বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই ১২ দিনের পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করল তামিলনাড়ু সরকার।

Previous articleমুখ ঢেকে হাসপাতালে রিয়া, বিদায় সুশান্ত
Next articleবিজয়ন- কন্যা বীণা ও DYFI সভাপতি রিয়াজের বিয়ে হলো মুখ্যমন্ত্রীর বাসভবনেই