প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের বৈঠকের বক্তা-তালিকায় নেই বাংলা

আগামী ১৬-১৭ জুন, পর পর দু’দিন দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র৷ সূত্রের খবর, ওই বৈঠকের বক্তা-তালিকায় এখনও

রাখা হয়নি বাংলা-কে৷ জানা গিয়েছে, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক, পাঞ্জাব, বিহার, এমনকী ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নামও বক্তা তালিকায় আছে৷ তালিকায় আছে আরও একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম৷ অথচ এখনও পর্যন্ত বক্তা’র তালিকায় নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম। সোমবার এবিপি-আনন্দ এই খবর সম্প্রচার করার পর রাজনৈতিক মহলে জল্পনার সৃষ্টি হয়েছে৷

Previous articleস্বপন সভাপতি, মুকুল রেলমন্ত্রী? জল্পনা ছড়াচ্ছে
Next articleদিল্লিতে বাড়বে না লকডাউনের মেয়াদ, টুইট কেজরিওয়ালের