ভারতে করোনা: মৃত‍্যু দশ হাজার ছোঁয়ার মুখে, তবে সুস্থ হওয়ার হার আরও বেড়ে ৫২.৫ শতাংশ

ভারতে করোনায় মৃত্যু দশ হাজারে পৌঁছে যাওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা। মঙ্গলবার সকালে দেশে করোনায় মৃত‍্যুসংখ‍্যা বেড়ে হয়েছে ৯৯০০। আক্রান্তের সংখ‍্যা হল ৩ লক্ষ ৪৩ হাজার ৯১। তবে উল্লেখযোগ্য বিষয় হল, ভারতে করোনা আক্রান্তদের সুস্থ হওয়ার সংখ্যাবৃদ্ধি। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থ হওয়ার সংখ্যা বেশি, যা রীতিমত আশাব্যঞ্জক। সংক্রমণ বাড়লেও সুস্থতার হার বেড়ে হয়েছে ৫২.৫ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ‍্যমন্ত্রকের সর্বশেষ হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৮০ জনের করোনায় মৃত‍্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৬৭ জন। ফলে ভারতে মোট কোভিড আক্রান্ত ৩ লক্ষ ৪৩ হাজার ৯১। অ্যাকটিভ কেস দেড় লক্ষাধিক। সুস্থ হয়েছেন ১ লক্ষ ৮০ হাজার।

Previous articleরাজ্যের মুকুটে নয়া পালক: গণপরিবহনে আন্তর্জাতিক সম্মান
Next articleদেওরের মৃত্যুর শোক নিতে পারলেন না, পুর্ণিয়াতে মৃত্যু সুশান্তের বৌদির