‘ভারত যেন সীমান্তে অশান্তি বৃদ্ধি না করে’, হামলার পর চিনের হুমকি

লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা ফৌজের গুলিতে ভারতীয় সেনার এক কর্নেল এবং দুই জওয়ানের মৃত্যুর পরেও চিন ভারতকে কার্যত হুমকি দেওয়া শুরু করেছে৷ চিনের তরফে একটু আগে বলা হয়েছে, “ভারত যেন একতরফা এমন কোনও পদক্ষেপ না করে যাতে সীমান্তে অশান্তি বৃদ্ধি পায়”৷ এই খবর রয়টার্স সূত্রের ৷

চিনের তরফে “ভারতীয় সেনার সীমান্ত অতিক্রম করা এবং চিনা সেনার উপরে আক্রমণ করার” অভিযোগ আনা হয়েছে৷ চিন বলছে,”দু’দেশের সীমান্তের LOC চিহ্নিত স্থানেই ভারত হামলা চালাচ্ছে৷”

তীব্র উত্তেজনার মধ্যে লাদাখ অঞ্চলের LOC লাইন ধরে ভারত ও চিনা সামরিক বাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় সোমবার। ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন,
“গালওয়ান উপত্যকায় ডি-এস্কেলেশন প্রক্রিয়া চলাকালীন, সোমবার রাতে এক রক্তক্ষয়ী মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাণহানি হয়েছে ভারতের এক অফিসার ও দুই সেনার৷ দু’পক্ষের সিনিয়র সামরিক আধিকারিকরা বর্তমানে ঘটনাস্থলে বৈঠক করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য৷”

Previous articleপ্রয়াত অভিনেতা সুশান্তের কল লিস্ট চেক পুলিশের, তৈরি জিজ্ঞাসাবাদের তালিকা
Next articleসবাইকে দায়িত্ব নিতে হবে, এছাড়া থিয়েটারকে বাঁচানোর কোনও পথ নেই