লাদাখে সংঘর্ষের জেরে হিমাচল প্রদেশে জারি হাই অ্যালার্ট

লাদাখের গালওয়ান ভ্যালিতে ইন্দো-চিন সংঘর্ষের জেরে হিমাচল প্রদেশে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। চিনা সীমান্ত লাগোয়া কিন্নৌর, লাহৌল-স্পিতিতে সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে ।
হিমাচল পুলিশ সূত্রে জানা গিয়েছে , সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সুরক্ষার জন্য সবরকম সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই পাশাপাশি তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে ।
প্রসঙ্গত, সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনাবাহিনীর হামলায় অন্তত ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। ভারতের পাল্টা জবাবে ৪৩ জন চিনা সেনার হতাহত হয়েছে বলে জানা গিয়েছে।

Previous articleবাংলার শহিদ জওয়ানকে ‘স্যালুট’ রাজ্যপালের
Next articleএকদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড, ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ২,০০৩ জন