প্রায় ৪৫ বছর পর ভারত এবং চিনের প্রকৃত রেখার মধ্যে ফের সংঘর্ষ। কী কূটনৈতিক পদক্ষেপ করলে চিনকে একঘরে রাখা যাবে? আন্তর্জাতিকসম্পর্ক বিশেষজ্ঞ জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায় জানালেন কতকগুলি উপায়।

উপায়গুলি হল:

১)করোনা নিয়ে তদন্ত খুব শীঘ্রই শুরু হবে, সেটা নিয়ে ভারত উৎসাহ দিতে পারে ভালো করে তদন্ত করার জন্য। এটাতে চিনের আপত্তি থাকতে পারে, কারণ এটা আরম্ভ হয়েছে চিন থেকে।

২ )রাষ্ট্র সংঘকে চিনের বিরুদ্ধে নালিশ করতে পারে। ওখানে অনেক দেশ আছে যারা চিনকে পছন্দ করে না। যেমন সাউথ ইস্ট এশিয়ান দেশগুলি । সরাসরি এই দেশ গুলির সঙ্গে ভারতের বোঝাপড়া আরও শক্ত করতে হবে।

৩) ভিয়েতনামের সঙ্গে অনেকগুলি চুক্তি রয়েছে ভারতের। চিনের আদেশ অমান্য করে ভারতের জাহাজ ভিয়েতনামে তেল-গ্যাস পাঠায়। চিনের পছন্দ নয়। এগুলি আরও বৃদ্ধি করতে হবে।
৪) সব থেকে বড় হচ্ছে আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান আর ভারত এরা অনায়াসে চিনকে চাপের মুখে রাখতে পারে।

৫) আমেরিকা পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ আমেরিকার সহায়তায় ভারত চিনকে কোণঠাসা করতে পারে।
