লাদাখে অন্যায়ভাবে চিনা সেনার আগ্রাসন এবং ভারতীয় জওয়ানদের মৃত্যুর প্রতিবাদে আজ, বুধবার কলকাতার বড়বাজার একতামঞ্চের পক্ষ থেকে বড়বাজারের এলাকায় বিক্ষোভ প্রদর্শন করা হয়।

সেখানে বেশকিছু চাইনিজ পুতুল ও অন্যান্য চাইনিজ সামগ্রী পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। চিনের সৈন্যদের আগ্রাসন যেভাবে ভারতের উপর হয়ে চলেছে তারই প্রতিবাদে চাইনিজ সামগ্রী পুড়িয়ে এটা তাঁদের প্রতীকী প্রতিবাদ বলে জানানো হয়েছে।
